বুধবার, মে ৮Dedicate To Right News
Shadow

Tag: তামাক নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি পূরনে বিশ্ব সম্মেলনের নবম অধিবেশন

তামাক নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি পূরনে বিশ্ব সম্মেলনের নবম অধিবেশন

তামাক নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি পূরনে বিশ্ব সম্মেলনের নবম অধিবেশন

জাতীয়, শিরোনাম
তামাক সেবন একটি বৈশ্বিক মহামারী। এই মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল বা এফসিটিসি-র মত একটি হাতিয়ার আছে। ৮ নভেম্বর এই এফসিটিসি বাস্তবায়নে রষ্ট্রপক্ষের নবম অধিবেশন (কপ-৯) শুরু করেছে। সম্মেলনে প্রায় ২০০টি রাষ্ট্রপক্ষ এফসিটিসির আটিকেল ও গাইডলাইন সমূহের বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধরণ করবে। এফসিটিসি মানুষকে তামাক গ্রহণ থেকে বিরত রাখতে, বন্ধ করার প্রচার এবং ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে বৃহত্তর জনসংখ্যাকে রক্ষা করে। ৮ নভেম্বর সকালে সুইজারল্যন্ডের রাজধানী জেনেভায় উদ্বোধনী অধিবেশনের উদ্বোধন করেন কনভেনশন সেক্রেটারিয়েটের প্রধান ডক্টর আদ্রিয়ানা ব্ল্যাঙ্কো মারকুইজো। তিনি বলেন, "তামাকের ব্যবহার উন্নয়নের জন্য একটি চলমান সমস্যা তৈরি করে, কারণ এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্থ করে, বিশেষ করে কোভিড-...