সোমবার, মে ৬Dedicate To Right News
Shadow

Tag: নির্মিত হল ‘হাজংদের জীবন সংগ্রাম’

নির্মিত হল ‘হাজংদের জীবন সংগ্রাম’

নির্মিত হল ‘হাজংদের জীবন সংগ্রাম’

বিনোদন, শিরোনাম
ব্রিটিশবিরোধী আন্দোলন, মহান স্বাধীনতাযুদ্ধসহ নানা সময়ে আদীবাসী হাজং জনগোষ্ঠীর ভূমিকা ইতিহাসে বিশেষ জায়গা করে আছে। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে এরা খুব দাপটের সাথে বসবাস করেছে এবং ঐতিহাসিক 'হাজং বিদ্রোহ', 'তেভাগা আন্দোলন', 'টঙ্ক আন্দোলন' ইত্যাদির নেতৃত্বের সারিতে হাজংদের ভূমিকা অগ্রণী। হাজং সম্প্রদায় বাংলাদেশ ও ভারতের আদিবাসী। বাংলাদেশের নেত্রকোণা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, ঝিনাইগাতী উপজেলায়, ময়মনসিংহ জেলার উত্তর অঞ্চলে এবং সিলেট জেলায় তাদের বসবাস। সংস্কৃতিজন সুজন হাজং এর 'হাজংদের জীবন সংগ্রাম' কবিতা অবলম্বনে এবার নির্মাণ হলো ডকু ফিল্ম 'হাজংদের জীবন সংগ্রাম'। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, "ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারত ভাগ, মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে নিজেদের টিকিয়ে রাখার সংগ...