মঙ্গলবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

Tag: ‘নোনাজলের কাব্য’ ও ‘রেহানা মরিয়ম নূর’ কানাডায় পুরস্কৃত

‘নোনাজলের কাব্য’ ও ‘রেহানা মরিয়ম নূর’ কানাডায় পুরস্কৃত

‘নোনাজলের কাব্য’ ও ‘রেহানা মরিয়ম নূর’ কানাডায় পুরস্কৃত

বিনোদন, শিরোনাম
এই বছর বিশ্বের চলচ্চিত্র প্রাঙ্গনে বহুল আলোচিত দুটি ছবি ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘নোনা জলের কাব্য’ কানাডার দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা MISAFF-এ তিনটি পুরস্কার জয় করেছে। 'নোনাজলের কাব্য' ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত পেয়েছেন 'শ্রেষ্ঠ পরিচালক' এবং চিত্রগ্রাহক চানানুন চোতরুনগ্রজ পেয়েছেন 'শ্রেষ্ঠ চিত্রগ্রাহক'-এর পুরস্কার। আর আজমেরী হক বাঁধন জিতে নিয়েছেন 'শ্রেষ্ঠ অভিনেত্রী' পুরস্কার। গত বছর বহুল আলোচিত ভারতীয় ছবি 'নাসির'-এর পরিচালক অরুন কার্তিক 'শ্রেষ্ঠ পরিচালক'-এর পুরস্কার জিতেছিলেন। আর এ বছর বিচারকেরা 'নোনাজলের কাব্য' প্রসঙ্গে বললেন - 'এই ছবির অসাধারণ গল্প, চিত্রগ্রহণ, নির্মাণের প্রেক্ষাপট, জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা, এবং সবার অভিনয় আমাদের মনে দাগ কেটেছে। চানানুন চোতরুনগ্রজ ও রেজওয়ান শাহরিয়ার সুমিত অসম্ভব দুর্গম একটি জায়গার দুর্লভ কিছু চিত্র ধারণ করেছেন।' MISAFF-এর...