শুক্রবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

Tag: “লাল মোরগের ঝুঁটি” স্বাধীনতার ৫০ বছরের পূর্তিকে করে তুলেছে মহীয়ান

“লাল মোরগের ঝুঁটি” স্বাধীনতার ৫০ বছরের পূর্তিকে করে তুলেছে মহীয়ান

“লাল মোরগের ঝুঁটি” স্বাধীনতার ৫০ বছরের পূর্তিকে করে তুলেছে মহীয়ান

উপ-সম্পাদকীয়, শিরোনাম
মোঃ কামরুল ইসলাম স্বাধীনতার ৫০ বছরের পূর্তিতে “লাল মোরগের ঝুঁটি” নূরুল আলম আতিকের অনন্য সৃষ্টি। মহান মুক্তিযুদ্ধকে তাঁর রচনায়, পরিচালনায়, সৃষ্টিকে করে তুলেছে অনন্য। যতক্ষণ ছবি চলেছে ততক্ষণ মনে হচ্ছিল যুদ্ধক্ষেত্রে সব শোষিত বাঙ্গালীর এক একটি চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছিলাম। কত জীবন্ত, কত বাস্তব চিত্র ফুটে উঠেছে মহান স্বাধীনতার সময়কালের একটি খন্ডিত সময়ের একটি স্থানীয় মানুষের জীবনকালে। যা দিয়ে তুলে আনা হয়েছে সারা বাংলার পাকবাহিনী আর তাদের দোসর খান সেনাদের অমানবিক ঘটনার প্রবাহচিত্র। মুক্তিযুদ্ধের উপর দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক ছবি, নাটক, খন্ড নাটক, মঞ্চ নাটকসহ অনেক চিত্রনাট্য মঞ্চায়িত হয়েছে। কিন্তু কোথাও যেন পূর্ণতা পাচ্ছিলাম না। কিছুটা অতৃপ্তি, কিছুটা অসমাপ্ত গল্পের পরিসমাপ্তি দেখতে পেয়েছিলাম । কিন্তু নূরুল আলম আতিকের সৃষ্টি “লাল মোরগের ঝুঁটি” মুক্তিযুদ্ধের সব সৃষ্টিকে প...