বৃহস্পতিবার, এপ্রিল ২৫Dedicate To Right News
Shadow

Tag: সাম্প্রতিক কালের সেরা সিনেমার একটি

‘পরান’ শুধু এ বছরের নয়, সাম্প্রতিক কালের সেরা সিনেমার একটি

‘পরান’ শুধু এ বছরের নয়, সাম্প্রতিক কালের সেরা সিনেমার একটি

উপ-সম্পাদকীয়, শিরোনাম
রুম্মান রশীদ খান অভিনেতা ইয়াশ রোহানকে শুরু থেকেই বাহুল্যতা বর্জিত, অকৃত্রিম মানুষ মনে হয়েছে। গত বছরের জুনে তার সঙ্গে এক আড্ডায় ‘পরান’-এর প্রসঙ্গ এসেছিল। উচ্ছ্বসিত ইয়াশ বলেছিলেন, ‘আমার কথা বলছি না। তবে ‘পরান’ মুক্তির পর বিদ্যা সিনহা মীম আর শরীফুল রাজ অন্য উচ্চতায় চলে যাবে’। এ বছর যখন ঈদের সিনেমায় ‘পরান’ মুক্তির আওয়াজ উঠেছিল, সঙ্গে সঙ্গে মীম যোগাযোগ করে আমার সঙ্গে, ‘ভাইয়া, তুমি তো সবসময় ভালো সিনেমার সাথে থাকো। ‘পরান’-এর সাথে থেকো’। মীমকে নিজের সিনেমার ব্যাপারে এতটা আত্মবিশ্বাসী এর আগে খুব কম দেখেছি। এমনও হয়েছিল, অতীতে মীমকে আমি বলেছি তার ‘অমুক’ সিনেমা হলে দেখতে যাবো। মীম নিষেধ করেছিল, ‘শুধু শুধু সময় নষ্ট করো না ভাইয়া। সিনেমাটা যা হবার কথা ছিল, কিছুই হয়নি’। তবে ‘পরান’-এর ব্যাপারে মীমের দরদ শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করেছি। ঈদের আগে থেকে এখন অব্দি ‘পরান’ নিয়ে গণমাধ্যম থেকে সিনেমা হলে ম...