সেকালের নীলঃ কুষ্টিয়ার এক দুঃখ নীলোপ্যাখান
লিটন আব্বাস
[শেষ পর্ব]
নীল বিদ্রোহের শুরু ও কয়েকটি ঘটনা
ঠিক কোথায় প্রথম বিদ্রোহের সূচনা হয় তা নিয়ে নানামত বিদ্যমান। অধিকাংশই মনে করেন, চূর্ণী নদীর তীরবর্তী চুয়াডাঙ্গা অঞ্চলের খাল বোয়ালিয়া ও আসাননগর কুিিঠতে সর্বপ্রথমএই বিদ্রোহ শুরু হয়। কারো মতে, চৌগাছা কুঠিতে এর সূত্রপাত। বাকল্যান্ড সাহেবের মতে, উত্তরবঙ্গে এই বিদ্রোহ শুরু হয়। তার মতে, আওরঙ্গবাদ মহকুমার এন্ড্রোজ কোম্পানির আঙকারা নীলকুঠির ওপর সর্বপ্রথম আক্রমণ করার মাধ্যমে বিদ্রোহ শুরু হয়। তবে বিদ্রোহ যে, বাংলাদেশে শুরু হয়, তা সম্পর্কে সবাই একমত।
তবে সাধারণতঃ বলা হয় যে, অসহযোগ আন্দোলন শুরু করেন মালদহ জেলার কৃষকগণ এবং তা পূর্ণতা সাধন করেন উত্তরবঙ্গের কৃষকেরা। আর সশস্ত্র আন্দোলন শুরু করেন টাঙ্গাইলের কাগমারির কৃষকেরা এবং পূর্ণতা সাধন করেন কুষ্টিয়ার চুয়াডাঙ্গা এলাকার কৃষকগণ।
নীলচাষ প্রতিরোধে শ্রেণীসংগ্রামের যোদ্ধা বিশ্বনাথ সরদার...
