সেরাদের সেরা নিয়ে দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে
আজ শুক্রবার রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে। আজ জানা যাবে কারা হচ্ছেন চ্যাম্পিয়ান, কারা হচ্ছেন রানার্স আপ।
বরিশালের শফিউল রাজ, কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ, বরিশালের হাফিজ রহমান, বরিশালের সাকিব হোসেন, সিলেটের সানজিদা চৌধুরী এবং যশোরের ফারিহা রহমান দীপ্ত স্টার হান্টের ফাইনাল ৬ জন প্রতিযোগী ।
দীপ্ত স্টার হান্ট গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে থাকছে টপ ৬ প্রতিযোগীর নাচ, কমেডি স্কিট এবং সন্ধির মেসাপ মিউজিক আয়োজনে গান পরিবেশন করবেন সন্ধি, সভ্যতা ও কর্নিয়া।
উপস্থিত তাকবেন রিয়েলিটি শোর জুরি তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলার ।
দীপ্ত স্টার হান্টের বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন...
