বুধবার, এপ্রিল ২৪Dedicate To Right News
Shadow

Tag: হিলস “জাগ্রত নারী” সম্মাননা পেলেন মেহনাজ রহমান লিরা

হিলস “জাগ্রত নারী” সম্মাননা পেলেন মাফরুহা চৌধুরী

হিলস “জাগ্রত নারী” সম্মাননা পেলেন মাফরুহা চৌধুরী

শিরোনাম, সারাদেশ
হিল ই-কমার্স সোসাইটি (হিলস) উদ্যোক্তাদের কর্ম পরিধি বিস্তৃত করার ক্ষেত্রে ইতোমধ্যে দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে। পাহাড় সমতলের নানান পণ্য ক্রয় বিক্রয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবিক কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রেও জোরালো ভূমিকা রাখছে সংগঠনটি। ২০২২ সালে হিলস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রবর্তন করে "জাগ্রত নারী" সম্মাননা। এ বছর এই সম্মাননা পেলেন মাফরুহা চৌধুরী। তিনি পেশাগত জীবনে একজন কলেজ শিক্ষক। বর্তমানে আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত আছেন রংপুর পুলিশ লাইন পাবলিক স্কুল এন্ড কলেজে। পাশাপাশি ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার জায়গা থেকে রংপুরের শতরঞ্জি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর মাধ্যমে দেশ বিদেশে শতরঞ্জি বেশ সমাদৃত হচ্ছে। তাঁর জীবনসঙ্গী সোহেল রহমান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষক। রয়েছে দুই কন্যা ফারহিন, রুফাইদা। চাকরি, উদ্যোগ, সংসারের অনেক ব্যস্ততার ম...
হিলস “জাগ্রত নারী” সম্মাননা পেলেন মেহনাজ রহমান লিরা

হিলস “জাগ্রত নারী” সম্মাননা পেলেন মেহনাজ রহমান লিরা

ফিচার, শিরোনাম
হিল ই-কমার্স সোসাইটি শুরু থেকেই প্রচলিত বৃত্তের বাইরে চিন্তা করে আসছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবসে। দিনভর হিলে চলবে উদ্যোক্তা কথন, হবে নারীকেন্দ্রিক গান,কবিতা। এর পাশাপাশি এ বছরই তারা আরেকটি অভিনব কাজ করেছে। হিল প্রবর্তন করেছে " জাগ্রত নারী" সম্মাননা। এই সম্মাননা দেয়া হয়েছে এমন একজনকে যে কেবল নিজের জন্য নয় সমগ্র নারীর উন্নয়নে জেগে থাকে। কাজ করে নিঃস্বার্থভাবে আর স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখায়। সকল দিক বিবেচনায় তরুন উদ্যোক্তা মেহনাজ রহমান লিরা এ বছর হিলস প্রবর্তিত "জাগ্রত নারী" সম্মাননা পেয়েছেন। এ বিষয়ে হিল ই-কমার্স সোসাইটি'র এডমিন মনি পাহাড়ী বলেন - "মেহনাজ রহমান লিরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানীতে কাস্টমার সার্ভিস কর্মকর্তা ছিলেন। একসময় দুই সন্তান ও পরিবারকে প্রাধান্য দিয়ে চাকরি ছেড়ে দেন। কিন্তু হতাশা নামক কোনো...