শনিবার, অক্টোবর ৫Dedicate To Right News
Shadow

Tag: Before I Die

একসঙ্গে চার দেশে মুক্তি পাচ্ছে ‘বিফোর আই ডাই’

একসঙ্গে চার দেশে মুক্তি পাচ্ছে ‘বিফোর আই ডাই’

বিনোদন, শিরোনাম
অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘বিফোর আই ডাই’ সব বয়সী সব শ্রেণীর দর্শকদের মন ভরাবে। ফলে পুরো ছবিটি দর্শক একটানা এক বসায় দেখবেন। কারণ বিনোদনের যাবতীয় উপাদান রয়েছে পুরো ছবিতে। এ ছবির শ্বাসরূদ্ধকর অ্যাকশন, সাসপেন্স এবং স্ট্যান্ট দৃশ্য দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখবে বলে আমি মনে করি। আর আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বাংলাদেশের এ ছবিটি ভিন্ন আঙ্গিক নতুনভাবে এখানকার চলচ্চিত্রের ভাবমূর্তিকে উজ্জ্বল ইমেজে প্রতিষ্ঠিত করবে বলে আশা করছি- এমনটাই বললেন মুক্তি পেতে যাওয়া ‘বিফোর আই ডাই’ ছবির পরিচালক মিনহাজ কিবরিয়া। গত ৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ‘বিফোর আই ডাই’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ‘বিফোর আই ডাই’ ছবির নায়ক ইফতি আহমেদ, নায়ক আফ্রি সেলিনাসহ অন্যান্য কলাকুশলীগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়,...