
CarryBee: ই-কমার্স হোম ডেলিভারিতে নতুন আস্থার নাম
CarryBee (ইউএস-বাংলা এয়ারলাইন্স এর অঙ্গপ্রতিষ্ঠান) যাত্রা শুরুর মাত্র দুই মাসেই বাংলাদেশের ৬৪টি জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা বিস্তার করেছে। ইতোমধ্যে ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের কাছ থেকে মিলেছে উল্লেখযোগ্য সাড়া।
CarryBee এর ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম বলেন, “উদ্যোক্তারা যেন ডেলিভারি নিয়ে নয়, বরং ব্যবসা নিয়ে ভাবতে পারেন—এই লক্ষ্যেই আমাদের যাত্রা।”
প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাসী CarryBee বর্তমানে ঢাকা থেকে অন্যান্য জেলায় যেখানে এয়ারপোর্ট সুবিধা আছে যেখানে "মিড-মাইল"-এ এয়ার কার্গোর সাহায্যে পণ্য পরিহন করছে। খুব শিগগিরই তারা দেশের ভেতরে এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে একইদিনে (Inter District Same Day Delivery) দেশের নির্দিষ্ট জেলাসমূহে পণ্য হোমডেলিভারি কার্যক্রম শুরু করে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ক্রস-বর্ডার ...