বৃহস্পতিবার, জুন ১২Dedicate To Right News
Shadow

Tag: foodi প্রথমবারের মতো চালু করেছে “Food Rescue” ফিচার!

foodi প্রথমবারের মতো চালু করেছে “Food Rescue” ফিচার!

foodi প্রথমবারের মতো চালু করেছে “Food Rescue” ফিচার!

অর্থনীতি, শিরোনাম
ইউএস-বাংলা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান foodi, ২০২৪ সালে বাংলাদেশের ফুড ডেলিভারি খাতে এক নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি নতুন প্রযুক্তির ব্যবহার এবং ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায়, এবার foodi তাদের অ্যাপে যুক্ত করলো একটি যুগান্তকারী ফিচার— “Food Rescue”। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা “আন-ডেলিভারড” অর্থাৎ কোনো গ্রাহক অর্ডার বাতিল বা গ্রহণ না করলে তা অন্য গ্রাহকরা অ্যাপের মাধ্যমে পুনরায় কিনতে পারবেন আরও সাশ্রয়ী মূল্যে। এতে যেমন খাবারের অপচয় কমবে, তেমনি গ্রাহকদের জন্য তৈরি হবে সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়ার সুযোগ। “Food Rescue” ফিচারটি এখন থেকে foodi-র সকল ডেলিভারি জোনে কার্যকর। কোনো অর্ডার বাতিল বা গ্রাহক গ্রহণ না করলে, সেটির জন্য অ্যাপে একটি নোটিফিকেশন পাঠানো হবে এবং সেই খাবারটি সাশ...