শনিবার, এপ্রিল ২০Dedicate To Right News
Shadow

Tag: IFFI’র ৫৩ তম আসরে খন্দকার সুমনের চলচ্চিত্র ‘সাঁতাও’

IFFI’র ৫৩ তম আসরে খন্দকার সুমনের চলচ্চিত্র ‘সাঁতাও’

IFFI’র ৫৩ তম আসরে খন্দকার সুমনের চলচ্চিত্র ‘সাঁতাও’

বিনোদন, শিরোনাম
'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া', গোয়া উৎসবের ৫৩ তম আসরে মনোনীত হয়েছে খন্দকার সুমন পরিচালিত, গণঅর্থায়নে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’। আগামী ২০-২৮ নভেম্বর, ২০২২ ভারতের গোয়া শহরে উৎসবের ‘সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড’ বিভাগে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। আগামী ২৭ জানুয়ারি, ২০২৩ বাংলাদেশে মুক্তি পাবে ‘‘সাঁতাও’’। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাপনের চিত্রায়নের প্রয়াসেই নির্মিত হয়েছে চলচ্চিত্র “সাঁতাও’’। চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক। গ্রামের কৃষক ফজলু বিয়ের পর বুঝতে পারে নতুন সংসারে পুতুল একাকিত্ব অনুভব করছে। পুতুলের একাকিত্ব দূর করতে ফজলু একটি গাভী কিনে আনে। পুতুল তার সংসারে নতুন সঙ্গী পেয়ে বাবার বাড়ি ছেড়ে আসার কষ্ট গুলো কিছুটা ভুলতে শুরু করে। এই দিকে নদীর উজানে একের পর এক বাঁধের কারণে ভাটি অঞ্চল শুকিয়ে যাচ্ছে। এমন প্রতিকূল পরি...