Rancon গ্রুপ দেশে নিয়ে এলো রোয়ার ১ টন পিকআপ
Rancon গ্রুপের অধীনে গাজীপুর কাসিমপুরের বড় ভবানীপুরে অবস্থিত Rancon অটো ইন্ডাটিস লি: এর কারখানায় উৎপাদিত হচ্ছে ১ টনের আধুনিক মানের পিকআপ “রোয়ার” । টেকসই ফ্রেম, শক্তিশালী ইঞ্জিন ও চিত্তাকর্ষক টোয়িং ক্ষমতাসম্পন্ন এই পিকআপ পরিবহন খাতে বিপ্লব ঘটাতে যাচ্ছে। নতুন বছরের শুরুতেই রোয়ারের প্রথম ইউনিট সফলভাবে উৎপাদিত হয়েছে। Rancon অটোমোবাইলস লিমিটেডের ব্যানারে তৈরি হচ্ছে এই পিকআপটি।
এ উপলক্ষ্যে সম্প্রতি এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে Rancon অটোমোবাইলস লিমিটেড এর চিফ বিজনেস অফিসার আরমান রশিদ, প্রধান অতিথি হিসেবে এবং রোয়ারের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মিস্টার লি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরমান রশিদ বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে গত কয়েক বছরে পরিবহন চাহিদাও বেড়েছে। গত কয়েক বছরে দেশে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে, সেতু নির...