SEAR-এর যাত্রা শুরু
গুড ফুড, গুড পিপল এবং গুড মিউজিক স্লোগান নিয়ে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এর আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট SEAR-এর পথ চলা হলো শুরু।
১৪ই ডিসেম্বর, ২০২২ তারিখে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল তাদের অভিজাত গ্লোবাল কুইজিন রেস্টুরেন্ট এবং বার- SEAR উদ্বোধন করে। ৭৮ গুলশান অ্যাভিনিউ-এ অবস্থিত হোটেল প্রিমিসেস-এর লেভেল ১৮ তে SEAR-এর উদ্বোধনী অনুষ্ঠানটি বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়।
রেস্টুরেন্টটি উদ্বোধন করেন প্রিমিয়ার গ্রুপ লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান ড. এইচবিএম ইকবাল এবং উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমান, মাননীয় অর্থমন্ত্রী জনাব এ.এইচ.এম. মোস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার মিস নুকা কুসুমা । এছাড়াও ব্যবসায়িক ব্যক্তিত্ব, কর্পোরেট উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ...