শুক্রবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

Tag: সৈয়দ আবদুস সাদিক

সৈয়দ আবদুস সাদিক এর কবিতা “স্থুলবুদ্ধি”

সৈয়দ আবদুস সাদিক এর কবিতা “স্থুলবুদ্ধি”

শিরোনাম, সাহিত্য
হিমালয়ের সাথে অনুচ্চ টিলার কোনো তুলনা চলেনা, স্থুলবুদ্ধির লোকরাই এইসব করে থাকে। আমি অনন্তকে জিজ্ঞেস করেও তার কোনো উত্তর পাইনি, সে এতোটাই বিস্তৃত যে, বরাবরের মতো আজো নিরুত্তর রয়ে গেছে। স্বচ্ছতাকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাইনা, তোমাকে স্বৈরাচারিণী ভাবতে এখনো ইচ্ছে করছেনা; তাতে পরিধি ও ব্যপ্তির পবিত্রতা হারাবার শঙ্কা থাকে। হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে হিমালয়ের উচ্চতা দেখা যায়না, ছায়া কখনো কায়া হতে পারেনা। সব বুঝেও তুমি না-বোঝার ভান করো, মানুষ কী করে এতোসব তাড়াতাড়ি ভুলে যায়! তাং-২০/৮২০২২ দুর্গাপুর,কুমারখালী,কুষ্টিয়া।...