শনিবার, মে ১৮Dedicate To Right News
Shadow

অন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কার পাচ্ছেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা

Spread the love

অন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কারের জন্য ছড়া-কবিতা বিভাগে মনোনীত হয়েছেন জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। দেশের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অন্বয় প্রকাশের পাঁচ বছর পূর্তি উপলক্ষে অন্বয় প্রকাশ থেকে প্রকাশ হওয়া লেখকদেরকে ইতিমধ্যে ‘অন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কার’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্বয় প্রকাশ থেকে মুহম্মদ নূরুল হুদার ‘হুদা-কথা’ গ্রন্থটি প্রকাশ হয়েছে। এই বইটি অন্বয় প্রকাশের প্রথম পাঁচটি বইয়ের একটি। এটি ছিল অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ কালের বই। এটি অন্বয় প্রকাশের একটি উল্লেখযোগ্য বই হিসেবে পরিগণিত। শুধু অন্বয় প্রকাশের উল্লেখযোগ্য বই বললে ভুল হবে। কাব্যপ্রেমিদের জন্য গুরুত্বপূর্ণ একটি বই। বিশেষ করে নতুন কবিদের জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ।

‘হুদা-কথা’য় আছে দর্শন, ভাবদর্শন, বিষয়-দর্শন, দেশপ্রেম, মা-মাটি, বীজবুনন বা ভূমিকর্ষণের ভ্রূণকথা। আছে মানবমানবীর চিরন্তন ও শাশ্বত প্রেমোদগম; শরীরী ও অশরীরী বন্ধন। অন্তর্নিহিত, অস্ফুট ও অন্তর্নিবিষ্ট কাব্যিক ব্যঞ্জনায় পরিপুষ্ট এই কথা সারাৎসার।

“হুদা-কথা” আসলে জাতিসত্তার কবি দরিয়ানগরের পথিকৃৎ মুহম্মদ নূরুল হুদার বাণী চিরন্তনী। অন্বয় প্রকাশের পাঁচ বছর পূর্তি উপলক্ষে অন্বয় প্রকাশ থেকে প্রকাশ হওয়া লেখকদেরকে মধ্য থেকে ‘অন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কার’-এর জন্য মুহম্মদ নূরুল হুদার নাম ঘোষণা করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন অন্বয় কর্ণধার বিশিষ্ট শিশুসাহিত্যিক হুমায়ূন কবির ঢালী ।

অন্বয় সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় বাংলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি দেশবরেণ্য কবি মুহম্মদ নূরুল হুদা কে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম, ম্যাজিক লণ্ঠন, পদক্ষেপ বাংলাদেশ, সাউন্ড বাঙলা, কবি সংসদ বাংলাদেশ, উপকূল সাহিত্য সংস্কৃতি সংসদ, উখিয়া উপজেলা সাহিত্য একাডেমী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *