প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ পেয়েছে কন্ঠশিল্পী গগন সাকিবের নতুন গান ইতিহাস। অ্যালেক্স সালামের কথায় গানটির সুর করেছেন গগন সাকিব। সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়। এই গানের ভিডিওতে মডেল হয়ে হয়েছেন বাদশা স্টাইল ও সাফা খান। এই দুজন ইনফ্লুয়েন্সার ক্রিয়েটর হিসেবে জনপ্রিয় হলেও এবারই প্রথম মিউজিক ভিডিওতে জুটিবদ্ধ হলেন। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন ইয়াসিন আরাফাত। সামির আহমেদ এর চিত্রগ্রহণ ও সম্পাদনায় ভিডিওর রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু।
গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, ‘এই গানটিও একটি বিরহের গান। সাধারনত আমি যে ধরনের গান করি, এটি সেরকমই একটি গান। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’
অন্যদিকে সাফা খান ও বাদশা দুজনেই জানান সাড়া পেলে নিয়মিত মিউজিক ভিডিওতে কাজ করবেন। গানটি লায়নিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, ডেজার, আইটিউন্স, উইঙ্ক মিউজিক, অ্যামাজনসহ সব স্টোরে একযোগে মুক্তি পেয়েছে।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=NZM9MdMuu1k