বুধবার, জুলাই ৩Dedicate To Right News
Shadow

রক্তদান পবিত্র কাজ: সমাজকল্যাণ মন্ত্রী

Spread the love

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এম পি বলেছেন, রক্তদান পবিত্র কাজ। স্বেচ্ছায় রক্তদান অসংখ্য জীবন বাঁচায়। এক সময়ে মানুষ রক্ত দিতে ও নিতে ভয় ও শংকায় থাকতো। সন্ধানী সংগঠনের কাজের কারনে এ বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে।

মন্ত্রী আজ রাজধানীর নীলক্ষেতস্থ সন্ধানী ভবনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতাদের সম্মাননা প্রদান ও ‘‘সন্ধানী: বিশ্বাস শুদ্ধতায় একাগ্র’’ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধক অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

কেন্দ্রীয় সন্ধানী পরিষদের সভাপতি, হাসিন মুকরামিন আজমাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, উপাচার্য ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ডা. জামাল উদ্দিন চৌধুরী, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, সভাপতি, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও মহাসচিব, সন্ধানী অ্যালামনাই ফাউন্ডেশন।

মন্ত্রী বলেন, সন্ধানীর কারনে দেশে রক্ত দেয়াকে এখন স্বাভাবিক ভাবা হয়। রক্তদানকে এ অবস্থায় নিয়ে আসার মূল কৃতিত্ব সন্ধানীর। অবশ্যই তার পাশাপাশি আরও যেসব স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন যাবত স্বেচ্ছায় রক্তদানে কাজ করছে যেমন রেডক্রিসেন্ট কাজ করছে, রোটারাক্ট কাজ করছে, বাঁধন ও কোয়ান্টাম কাজ করছে। তাদের সম্মিলিত প্রয়াসে এ জায়গায় এসেছে।
মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে যে পরিমাণ মানুষ অন্ধ এবং কর্ণিয়া জনিত কারনে অন্ধ তা নিবারণের কাজ করার জন্য সন্ধানীর কেন্দ্রীয় চক্ষুদান সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকা মেডিকেল থেকে বাকি মেডিকেল কলেজেও সন্ধানীর কাজ সম্প্রসারণ হয়েছে।
মন্ত্রী মরণোত্তর চক্ষুদান ও অঙ্গদান প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে বলেন, মরণোত্তর চক্ষুদান সাদকায়ে জারিয়া। যখনই অঙ্গদন নিয়ে নানান কথা হচ্ছিল সে সময় আমরাও যোগাযোগ করি, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে ফিকাহ কাউন্সিল তারা সেখান থেকে ফতোয়া জারী করে যে, মরণোত্তর চক্ষুদান সদকায়ে জারিয়া।

মন্ত্রী তাঁর বক্তব্যে সন্ধানীর সাথে যুক্ত সকল চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, চিকিৎসক ও পেশাজীবিদের আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে স্বাস্থ্যবান স্মার্ট নাগরিক তৈরিতে আন্তরিকভাবে সেবা দেয়ার আহ্বান জানান। পরে মন্ত্রী রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *