বিনিয়োগ প্রতিযোগিতা ক্যাপিটালাইজার ২০২২ এর বিজয়ী দলের নাম ঘোষণা
দেশের সর্ববৃহৎ বিনিয়োগ সংক্রান্ত প্রতিযোগিতা 'ক্যাপিটালাইজার ২০২২' আয়োজিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজনে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং পৃষ্ঠপোষক ছিল মেটলাইফ। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৩০টি দল নিয়ে আয়োজিত প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্যায়ের জন্য ৬টি দল নির্বাচিত হয়।
'ক্যাপিটালাইজার ২০২২' প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর 'এডভার্স সিলেকশন'। এই দলের সদস্যরা হলেন নাফিস কাজি, মাহিমা তাবাসসুম এবং তাহমিদ আহনাফ। বিজয়ীরা ফিন্যান্স ও ব্যাঙ্কিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি দল, যথাক্রমে 'ওভাররাইটার্স' এবং 'ফ্লোর প্রাইস'। প্রতিযোগিতাটির সহযোগী পার্টনার ছিল প্রথম আলো।
'ক্যাপিটালাইজার ২০২২'-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীম...