শুক্রবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

Day: অক্টোবর ১৫, ২০২১

কবিতাঃ “ভালোবাসা শব্দটা”

কবিতাঃ “ভালোবাসা শব্দটা”

শিরোনাম, সাহিত্য
:: আবদুল আওয়াল :: ভালোবাসা শব্দটা নিজেই এক মধুর আবাস। ঘাঁটলে সেথায় পাওয়া যায় হরেক রকম প্রকাশ। ভালোবাসা সকলের তরে আসে আপন করে। ছেড়ে দিলে দেখবে তাকে মরিচা কেমন ধরে। আকাশ যেমন ভালোবেসে ঘটায় নীলের প্রকাশ। পৃথিবীকেও ভালোবাসে ঐ মায়াবিনী আকাশ। মাটির মানুষ আগ বাড়িয়ে ভালো বাসতে তাকে খেই হারিয়ে ঘুরে বেড়ায় আপনার চারিদিকে। পায়না কোথাও ভালোবাসা ঘিরে থাকে ধোঁয়াশা। জীবন ভর যুদ্ধ করে ফল মিলে তার হতাশা। আপনার আমিকে সে, হারিয়ে খুঁজে সকাল সাঝে দূর আকাশে মেঘের দেশে, মায়া ভরা নীলের মাঝে। চিলে কান নিল শুনে ছুটছে সে যে চিলের পিছে সময় শেষে পড়ল এসে ঠিক যেমন তার সকাশে। ভালবাসা নয় তো অত সোজা ভাবছি মনে মনে। থাকে যদি মনটা তোমার ছেড়ে দাও তার কানেকশনে।...
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ওয়েবিনার: ‘দেশের ৩৬টি মেডিকেল কলেজের মধ্যে ১৬টিতেই মানসিক বিভাগ নেই’

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ওয়েবিনার: ‘দেশের ৩৬টি মেডিকেল কলেজের মধ্যে ১৬টিতেই মানসিক বিভাগ নেই’

জাতীয়, শিরোনাম
‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’- এই প্রতিপাদ্য নিয়ে এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় দিবসটির প্রতিপাদ্যের উপর ১৪ অক্টোবর সন্ধ্যায় একটি লাইভ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, বিভাগীয় প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক মো. মুজাহেরুল হক, প্রাক্তন উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (দক্ষিন পূর্ব এশিয়া) এবং ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল। অনুষ্ঠানটি সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. আমির হোসেন, ক্লিনিক্যাল সাইকলজিস্ট ও প্রকল্প সমন্বয়কারী, স্বাস্থ্য সেক্টর ঢাকা আহ্ছানিয়া মিশন। অনুষ্ঠানে বক্তারা মা...