বাংলাদেশ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে আজ ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিইউ’র উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সকালে বিইউ সংলগ্ন শহীদ মিনারে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়।
দিবসটি উদযাপণের অংশ হিসেবে পরে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সভাকক্ষে মহান ভাষা আন্দোলনের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিইউ’র ইংরেজী বিভাগের প্রধান শেখ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহ...