বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘বিদেশি চলচ্চিত্রে বাংলাদেশি শিল্পীদের ভূমিকা মূল্যায়ন’ শীর্ষক সেমিনার
চলচ্চিত্র শিল্প উন্নয়নের লক্ষ্যে যৌথ প্রযোজনায় আরো বেশী চলচ্চিত্র হওয়া প্রয়োজন। এতে বিদেশী চলচ্চিত্র শিল্পের অভিজ্ঞতায় বাংলাদেশী চলচ্চিত্র সমৃদ্ধি হবে বলে মনে করেন আজকের সেমিনারের আলোচকগণ।
আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে ‘বিদেশি চলচ্চিত্রে বাংলাদেশি শিল্পীদের ভূমিকা মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গবেষনা পত্র উপস্থাপন করেন শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক, নির্বাচিত গবেষক অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক হাবিবুর রহমান খান, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র পরিচালক প্রযোজক কাজী হায়াৎ। এছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও শিল্প সমালোচক মঈনু্দ্দী...