অভিনয়েই ব্যস্ত জীবন চৌধুরী
বর্তমানে বেশ কিছু এক পর্বের ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন অভিনেতা দেলোয়ার হোসেন জীবন (জীবন চৌধুরী)। এগুলোর মধ্যে রয়েছে- ধারাবাহিক নাটক: নাটাই কুড়ি, হিত বিপরীত, মমতাজ মহল, হইচই ডটকম ও আকবর দা কিং। আর এক পর্বের নাটকের মধ্যে রয়েছে ওস্তাদ বামে প্লাস্টিক, তবুও তুমি, বাবা আসবে প্রভৃতি।
জীবন চৌধুরী বলেন, কর্মজীবনে আমি কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ করছি। এর বাইরে পুরোটা সময়ই আমি অভিনয়ে দিতে চেষ্টা করি। দর্শকরা আমার অভিনয়ে আনন্দ পেলেই তাতে আমি নিজের স্বার্থকতা খুঁজে পাই।
ইউরোপের বিভিন্ন লোকেশনে ইতিমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র "The vagabond" এর কাজ ফার্স্ট লট শেষ হয়েছে। প্যানডেমিক এর অবস্থা স্বাভাবিক হলে বাকি কাজ সম্পন্ন হবে বলে জীবন চৌধুরী জানিয়েছেন।...