
আইন সংশোধনের মাধ্যমে তামাকজাত পণ্যের প্রদর্শনী বন্ধ চায় এসবিডব্লিউএস
বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’-এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার পুরোপুরি নিষিদ্ধ হলেও বিক্রয়কেন্দ্রে তামাকজাত পণ্যের প্রদর্শনী বন্ধে সুনির্দিষ্ট কোন নিষেধাজ্ঞা নেই। আর এ সুযোগে তামাক কোম্পানীগুলো বিক্রয়কেন্দ্রে পণ্য-প্রদর্শনীর মাধ্যমে প্রকারন্তরে পণ্যের প্রচার ও প্রসার ঘটাচ্ছে। আর এজন্য বর্তমান আইনের সংশোধন চান দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি (এসবিডব্লিউএস) এর নেতৃবৃন্দ। ৪ সেপ্টেম্বর রাতে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ঢাকা আহ্ছানিয়া মিশনের এক যৌথ ভার্চুয়াল মতবিনিময় সভায় তারা এ দাবি করেন।
দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান ও কোষাধ্যক্ষ মো. আল আমিন, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশের গ্র্যান্টস ম্যানেজার আবদুস সালাম মিয়া, স...