গ্রামীণফোনের ‘আওয়ারলি আনলিমিটেড ডেটা ক্যাম্পেইন’
ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন এর গ্রাহকদের জন্য প্রথমবারের মতো ‘আওয়ারলি আনলিমিটেড ডেটা ক্যাম্পেইন’ চালু করেছে।
প্রতি ঘণ্টার জন্য আনলিমিটেড এ ডেটা ক্যাম্পেইনে থাকছে দু’টি ডেটা প্যাক – ২৩ টাকায় দুই ঘণ্টার জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টার জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট। আওয়ারলি আনলিমিটেড প্যাকটি ব্যবহারে গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৩৩০৯# অথবা *১২১*৩৩১২# কিংবা ভিজিট করতে হবে মাইজিপি অ্যাপ। ডেটা প্যাকেজের মেয়াদ সর্বোচ্চ ব্যবহারের সীমায় (যথাক্রমে @৮ জিবি বা @১২ জিবি) শেষ হয়ে যাবে যদি একাধিক ব্যবহারকারীর অ্যাক্সেস এবং ইউসেজ থাকে কিংবা ভারী কন্টেন্ট এবং ফাইল ডাউনলোড করা হয় ।
এ নিয়ে গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “ডিজিটালাইজেশনের এ যুগে আমাদের গ্রাহকরা যেন পছন্দমতো ইন্টারনেট প্যাক বেছে নিতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। গ্রাহকরা যেন সহজ ও স্বাচ্ছন...