সোমবার, নভেম্বর ৪Dedicate To Right News
Shadow

Tag: আওয়ারলি আনলিমিটেড ডেটা ক্যাম্পেইন

গ্রামীণফোনের ‘আওয়ারলি আনলিমিটেড ডেটা ক্যাম্পেইন’

গ্রামীণফোনের ‘আওয়ারলি আনলিমিটেড ডেটা ক্যাম্পেইন’

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন এর গ্রাহকদের জন্য প্রথমবারের মতো ‘আওয়ারলি আনলিমিটেড ডেটা ক্যাম্পেইন’ চালু করেছে। প্রতি ঘণ্টার জন্য আনলিমিটেড এ ডেটা ক্যাম্পেইনে থাকছে দু’টি ডেটা প্যাক – ২৩ টাকায় দুই ঘণ্টার জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টার জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট। আওয়ারলি আনলিমিটেড প্যাকটি ব্যবহারে গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৩৩০৯# অথবা *১২১*৩৩১২# কিংবা ভিজিট করতে হবে মাইজিপি অ্যাপ। ডেটা প্যাকেজের মেয়াদ সর্বোচ্চ ব্যবহারের সীমায় (যথাক্রমে @৮ জিবি বা @১২ জিবি) শেষ হয়ে যাবে যদি একাধিক ব্যবহারকারীর অ্যাক্সেস এবং ইউসেজ থাকে কিংবা ভারী কন্টেন্ট এবং ফাইল ডাউনলোড করা হয় । এ নিয়ে গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “ডিজিটালাইজেশনের এ যুগে আমাদের গ্রাহকরা যেন পছন্দমতো ইন্টারনেট প্যাক বেছে নিতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। গ্রাহকরা যেন সহজ ও স্বাচ্ছন...