আরমান খানের নতুন গান
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের মাস উপলক্ষে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে প্রকাশিত হচ্ছে শূন্য দশকের জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আরমান খানের কথা-সুর-কণ্ঠে গান ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’। সংগীত ডিজাইন করেছেন আদনান খান। এই গানটির মাধ্যমে প্রকাশ হবে একজন শিল্পীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাইতে না পারার দুঃখ।
রায়হান খানের ভিডিও পরিচালনায় এতে আরমান খান নিজেই থাকছেন পর্দায়। সম্প্রতি শুটিং হয়েছে সিলেটের অভিজাত রিসোর্ট গ্র্যান্ড সুলতানসহ সিলেটের বিভিন্ন লোকেশন।
বিজয় দিবসের আগেই বিশেষ গানচিত্রটি প্রকাশ পাচ্ছে সিএমভি’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রসঙ্গে আরমান খান বলেন, ‘গানটি লিখেছি ১৮ বছর আগে। লেখার অনুভূতিটা এখনও একই আছে। কারণ, এখনও আমার ভেতরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না গাইতে পারার আক্ষেপ কাজ করে। অথচ ১৯৭১ সালে আমার ...