শুক্রবার, ডিসেম্বর ৮Dedicate To Right News
Shadow

Tag: আরিফ বিদেলের কবিতা “আমি কবি”

আরিফ বিদেলের কবিতা “আমি কবি”

আরিফ বিদেলের কবিতা “আমি কবি”

সাহিত্য
আমিতো বার বার আসিতে চাহিয়াছি উত্তপ্ত মরুসাগরে নৌকা বহিয়াছি তুমি তীরে এলে না, ফিরে এলে না। আমি তো সেই সাগর সেচে পাড়ি দিলাম নদী যদি তুমি বারেক ফিরে তাকাতে যদি আমার এ শুন্য হৃদয়ে উঠতো যে ঝড় তাতে গড়ে উঠতো কত যে বালিচর তুমি তাকিয়ে দেখিতে যদি। কখনও রাতের শেষে অমানিষার আধারে কখনও বেলাশেষে রক্তিম দিক চক্রবালে একেছি তোমার ছবি। তোমার ভাবালুতায় আজ আমি কবি। তুমি একবার চেয়েও দেখিতে যদি।...