আরিয়ান-নিহা-জোভানকে দিয়ে শুরু ‘রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’
টিভি নাটকে নিজের আলাদা বলয় তৈরি করতে পারা অভিনেতাদের একজন ফারহান আহমেদ জোভান। নানাবিধ চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন বটে। তবে তার অধিকাংশ সাফল্য রোম্যান্টিক কাজে। সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে তাকে প্রেমিক চরিত্রে কিঞ্চিৎ বেশিই পছন্দ করে দর্শক। যেটার প্রমাণ মিলেছে বহু নাটকের সাফল্যে।
সেই অভিনেতা যখন যুক্ত হন মিজানুর রহমান আরিয়ানের নাটকে, তবে তো প্রেমের রসায়ন পৌঁছায় অন্য উচ্চতায়। এখানেই শেষ নয়; জোভান-আরিয়ানকে দিয়েই আজ, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সিএমভি আয়োজিত 'ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল'।
উৎসবের শুরুটা হচ্ছে 'হৃদয়ে হৃদয়' নাটক দিয়ে। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে এতে জোভানের বিপরীতে আছেন এই সময়ের অন্যতম তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা।
এই উৎসব এবং নাটকটি প্রসঙ্গে জোভান বললেন, 'অবশ্যই রোম্যান্টিক জনরায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। মনে হয়, এই ঘরানার কাজে আমি ...