স্যামসাং’র ‘আর্লি বার্ড অফার’ ক্যাম্পেইনে আকর্ষণীয় অফার
উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারে এবং বিশ্বজুড়ে মানুষের জীবনধারার বর্তমান প্রবণতা চিহ্নিত করায় এগিয়ে থাকার মাধ্যমে বৈশ্বিক টেলিভিশন বাজারে নিজেকে একাধিকবার শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে স্যামসাং। ১৫ সেপ্টেম্বর ‘আর্লি বার্ড অফার’ শীর্ষক এক নতুন ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং কনজ্যুমার্স ইলেকট্রনিকস বাংলাদেশ। এই ক্যাম্পেইনের আওতায় সারা দেশের ক্রেতারা ব্যতিক্রমী ফিচারের স্যামসাং টেলিভিশন সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবেন।
এই ক্যাম্পেইনের অধীনে, ক্রেতারা স্যামসাং টেলিভিশনের নির্দিষ্ট কয়েকটি মডেল প্রি-অর্ডারের ক্ষেত্রে আকর্ষণীয় অফার ও উপহার পাবেন। নিও কিউএলইডি ৮কে টিভি (মডেল: ৮৫কিউএন৯০০ ও ৭৫কিউএন৮০০) কিনলে ক্রেতারা ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং সাথে গ্যালাক্সি জেড ফোল্ড অথবা ফ্লিপ ৩ স্মার্টফোন উপহার হিসেবে পাবেন। এই সুযোগে দেশের স্যামসাং ভক্তরা সাশ্রয়ী মূল্যে নিও কিউএলইডি ৮কে ...