আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে‘
কাজী মিডিয়া লিমিটেড শুরু করতে চলেছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে। গত সাত বছর ধরে সফলতার সাথে কাজী মিডিয়া লিমিটেড তাদের অনুষ্ঠান সম্প্রচার করছে দীপ্ত টিভির মাধ্যমে। সব শ্রেণির দর্শক এরই মধ্যে দীপ্ত টিভির অনুষ্ঠান পছন্দ করেছেন। এবার দীপ্ত টিভির সাথে যুক্ত হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে।
দীপ্ত প্লে মূলত বিনোদন অনুষ্ঠানভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। পরিবারের সবার জন্য, সব বয়সী দর্শকের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে সুস্থ ধারার দীপ্ত অনুষ্ঠান। নতুন নতুন সিনেমা আর সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে দীপ্ত প্লে অরিজিনালসে। রোমাঞ্চকর ফিল্ম আর ফ্ল্যাশ ফিল্ম ছাড়াও আগে দেখা যায় নি এমন অদ্ভুত সব সিরিজ নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি। এছাড়া ছোট গল্পের মতো টানটান শর্ট ফিল্ম আর আনকোরা সব বিদেশী ডাবিং সিরিয়াল থাকছে দীপ্ত প্লেতে। থাকছে দীর্ঘ সিরিজ, যা প্রতিটি দিনই ধরে রাখবে দর্শকের মনোযোগ।
দীপ্...