
ইউএস-বাংলার “টিকেট কিনলেই হোটেল ফ্রি” অফারের মেয়াদ পুনরায় বৃদ্ধি
পর্যটকদের মাত্রাতিরিক্ত চাহিদার কারনে সমুদ্রবেষ্টিত কক্সবাজার ও দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালেতে দু’টি রিটার্ণ টিকেট ক্রয় করলেই দুই রাতের জন্য হোটেল ফ্রি অফারটির মেয়াদ পুনরায় বৃদ্ধি করেছে ইউএস-বাংলা। দেশীয় পর্যটকদের ভ্রমণকে আকর্ষণীয করার লক্ষ্যে “টিকেট কিনলেই হোটেল ফ্রি” অফারটি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
“টিকেট কিনলেই হোটেল ফ্রি” অফারটি সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ অফারটি ইউএস-বাংলার নিজস্ব যেকোনো সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে।
অফারটি দুইজন পর্যটক এর জন্য প্রযোজ্য হবে। প্রাপ্ত বয়স্ক পর্যটক এর সাথে পাঁচ বছরের নিচের সন্তানের জন্যও অফারটি গ্রহণযোগ্য হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত হোটেলের জন্য অফারটি প্রযোজ্য হবে। এছাড়া হোটেলের সাথে বুফে ব্রেকফা...