রবিবার, সেপ্টেম্বর ৮Dedicate To Right News
Shadow

Tag: ইউটিউবে ‘ঈদের ছুটি’

ইউটিউবে ‘ঈদের ছুটি’

ইউটিউবে ‘ঈদের ছুটি’

বিনোদন, শিরোনাম
ঈদ ঘিরে সবারই থাকে নানা ধরনের উচ্ছ্বাস। ঈদে বাড়ি যাওয়া নিয়ে থাকে যেমন মজার ঘটনা, তেমনি থাকে অনেক কষ্ট, আর মর্মান্তিক ঘটনাও। শ্রমজীবী মানুষের ঈদের ছুটির গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ঈদের ছুটি’। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে প্রকাশ হতে যাচ্ছে নাটকটি। ফিরোজ কবির ডলার পরিচালিত এই নাটকটিতে অভিনয় করেছেন ইমু শিকদার, সেলজুক তারিক, বাপ্পী আশরাফ, রেজা, নাজিম উদ্দিনসহ আরও অনেকে। নাটকটি রচনাও করেছেন পরিচালক নিজেই। এটি প্রকাশিত হবে প্রযোজনা সংস্থা ইল্যুশন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। নাটকে দেখা যাবে, ইমু শিকদার, সেলজুক তারিক ও বাপ্পী আশরাফ সবাই গার্মেন্টস কর্মী। তাদের নিত্য দিনের ঘটনা প্রবাহের ভেতর দিয়ে এগিয়ে যায় গল্প। দেখতে দেখতে আসে ঈদ। ঈদের বেতন পাওয়া না পাওয়ার দোলাচল, পরিবারের ছোট ছোট আবদার পূরণের তাগিদ আর গার্মেন্টসে ঘটে যাওয়া নানা ঘটনার দৃশ্যায়ন আমাদেরকে বাস্তব জীব...