
ইফতার আয়োজনে দুস্থ্যদের পাশে দাঁড়ালো কেজিএফডি
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা (কেজিডিএফ) ইফতার মাহফিলে ভিন্নতা এনে অসহায় সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে।
গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচা রেস্টুরেন্টে সংগঠনটির ইফতার আয়োজন উপলক্ষে গোপনীয়ভাবে ঢাকায় কর্মরত কুষ্টিয়ার অসহায় সাংবাদিকদের মাঝে অনুদান বিতরণ করা হয়। ইফতার আয়োজক কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ অনুদানের কোন ছবি ও গ্রহিতাদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।
সদস্যদের উপস্থিতিতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুমারখালী উপজেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাবেক সভাপতি শেখ রবিউল হক, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক মহাসচিব আব্দুর রউফ, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, দৌলতপুর সোসাইটি ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব খান আনসার আলী, খোকসা উপজেলা কল...