ইমরান-পূজার গানচিত্রে দীঘি [ভিডিও সহ]
টানা ৫ বছর পর নতুন গান প্রকাশ্যে এলো জনপ্রিয় জুটি ইমরান-পূজার গানচিত্র। যে গানের মাধ্যমে প্রথমবার ইমরানের মিউজিক ভিডিওতে কাজ করলেন নায়িকা দীঘি। 'চোখে চোখে' নামের এই গানটি অন্তর্জালে প্রকাশ হয়েছে ৭ নভেম্বর সন্ধ্যায়, সিএমভি'র ইউটিউব চ্যানেলে।
ব্যয়বহুল এই রোমান্টিক গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। তার আগে গানটি লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। অন্যদিকে ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী।
গানচিত্রটি প্রকাশের পর দারুণ প্রশংসা মিলছে তিন তারকার ভক্তদের পক্ষ থেকে। অনেকেই বলছেন, এমন রোম্যান্টিক গান ও ভিডিও এখন আর সচরাচর দেখা যায় না।
ইমরান বলেন, 'অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি। এরজন্য ধন্যবাদ দিতে চ...