
ঈদ আনন্দে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’
ঈদুল আজহাকে কেন্দ্র করে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউডের এ সময়ের অন্যতম আলোচিত ছবি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। ৮ জুলাই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে মার্ভেল ভক্তদের কাঙ্খিত এ ছবি। দর্শকদের ঈদ বিনোদনে এটি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। এরইমধ্যে ছবির অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের জন্য দর্শকদের দীর্ঘ লাইনও লক্ষ্য করা গেছে। অনলাইনে এবং কাউন্টারে প্রচুর দর্শক টিকেটের জন্য রীতিমত হুমড়ি খেয়ে পড়েছেন বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।
মার্ভেল ভক্তদের সময়টা ইদানিং ভালোই যাচ্ছে। একের পর এক সিরিজ আর সিনেমায় ভরপুর সুপারহিরোর জগৎ আলোড়িত করছে তাদের। সেই পালে হাওয়া দিতে এবার আসছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। গার্ডিয়ানস অ...