ফেসবুকভিত্তিক ব্যবসায়ীদের জন্য এইচটিটিপুলের ওয়েবিনার
বিশ্বের প্রধান মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সবচেয়ে বড় গ্লোবাল পার্টনার, এইচটিটিপুল একটি আলেফ হোল্ডিং কোম্পানি, এফএমসিজি ও সিপিজি ব্যবসায়ীদের সাথে ২৪ আগস্ট এক ভার্চুয়াল সভার আয়োজন করে। “কানেক্টিং উইথ দ্য নিউ ডিজিটাল শপারস (নতুন যুগের ডিজিটাল ক্রেতাদের সাথে যুক্ত হওয়া)” শিরোনামের সভাটিতে এফএমসিজি ও সিপিজি ব্র্যান্ডগুলোর জন্য মার্কেটিংয়ের সেরা প্র্যাকটিস নিয়ে আলোচনা করা হয়।
প্রযুক্তিগত সুবিধার কারণে ক্রেতাদের এখন অনলাইন কেনাকাটার অভ্যাসে আমূল পরিবর্তন এসেছে। এইচটিটিপুল বাংলাদেশ টিম, কিভাবে ক্রেতাদের কাছে তাদের পণ্য পৌঁছাতে পারবে তার সেরা প্র্যাকটিস ও ক্রেতাদের পারচেস এক্সপেরিয়েন্স আরো সহজ করা যায় সেই বিষয়ে এফএমসিজি বিপণনকারীদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
এইচটিটিপুলের পক্ষে ফেসবুক ক্লায়েন্ট পার্টনার শাম্মা রহমান এবং ফেসবুক ক্লায়েন্ট পার্টনার তিথি চৌধুরী সভাটি পরিচালনা করেন। আকর্ষণীয় এই ও...