
এই প্রথম বাংলাদেশের গানে কলকাতার মিমি
বিশ্বমানের বাংলা গান প্রযোজনার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডস। সে লক্ষ্যে গত ১২ ডিসেম্বর সংগীতাঙ্গনের তারাঝলমলে উপস্থিতিতে বর্ণাঢ্য এক উদ্বোধনী আয়োজনে প্রিমিয়ার হয় নতুন কিছু গানের, জানানো হয় বাংলা গানকে বিশ্বমানে উপস্থাপনের প্রত্যয়। তারই ধারাবাহিকতায় এবার গান প্রকাশের পালা।
শুরুতেই চমক নিয়ে হাজির হয়েছে টিএম রেকর্ডস। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে আসছে জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমির গান।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) প্রকাশিত হল ‘তুই আর আমি’- শিরোনামের গানটির প্রোমো।
‘তুই আর আমি, চল করি পাগলামি, হয় হোক বদনামী পৃথীবি দেখুক‘ গানটির চিত্রায়ণে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক নীরবের সঙ্গে জুটি হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। গানটির মাধ্যমে এই প্রথম বাংলাদেশের কোন কাজে যুক্ত হলেন মিমি।
গান ও তার ...