
এবার ইউরোপের তিন দেশের কনসার্টে বাংলাদেশের ব্যান্ড ‘অ্যাশেজ’
দেশের গন্ডি পেরিয়ে এবার ইউরোপের ৩ টি দেশে কনসার্ট করতে যাচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড 'অ্যাশেজ'। ডিসেম্বর মাসের ১৬, ২৩ এবং ২৬ তারিখ যথাক্রমে ইউরোপের নেদারল্যান্ডস এর আমস্টারডাম , জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং ফ্রান্স এর ঐতিহ্যবাহী প্যারিস শহরে হতে যাচ্ছে সেই জমকালো কনসার্ট গুলো।
'বাংলাদেশ ভিকট্রি ডে সেলেব্রেশন কনসার্ট' শীর্ষক এই কনসার্ট গুলো হতে যাচ্ছে নেদারল্যান্ডস এর হেগ এ অবস্থিত ' বাংলাদেশী দূতাবাস ' এবং স্টিটিচিং ডাচ বাংলা কালচারাল সেন্টার নেদারল্যান্ডস এর যৌথ আয়োজনে ।
ইতিমধ্যে এই ৩ টি কনসার্ট নিয়ে স্থানীয় বাংলাদেশী কমিউনিটি এর মধ্যে দেখা গেছে বিপুল আগ্রহ এবং উত্তেজনা।
অ্যাশেজ' ব্যান্ড এর ভোকালিস্ট, জুনায়েদ ইভান এই কনসার্ট এর প্রসঙ্গে বলেন, " এটাই আমাদের ইউরোপের প্রথম কনসার্ট এবং আমরা সত্যিই কনসার্টের জন্য উন্মুখ, আশা করি কনসার্ট গুলো আমাদের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকবে।"
ব্য...