এসডিজি স্থানীয়করণ টুল ও পদ্ধতি নিয়ে কেসিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে জিআইজেড বাংলাদেশ
জিআইজেড বাংলাদেশ এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) যৌথ আয়োজনে গত ২ থেকে ৪ সেপ্টেম্বর খুলনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) স্থানীয়করণে ব্যবহৃত বিভিন্ন টুলস এবং পদ্ধতি বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। নগরের হোটেল সিটি ইন-এ আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর্মকর্তারা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য ব্যবহৃত নগরের নিজস্বতার ওপর ভিত্তি করে কাস্টমাইজ করা বিভিন্ন টুল সম্পর্কে কেসিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন কেসিসি, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রায় ৩০ জন কর্মকর্তা।
বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নগর এলাকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে...