এ এস এন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সঙ্গীতশিল্পী মারিয়া
সংগীতশিল্পী মরিয়ম মারিয়া সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন এএসএন কনসার্নস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। ২০২২-২৩ সালের জন্য তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসএন কনসার্নস এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিক অপু এবং সিইও সামি এল রেফাত। এক্সপোর্টেড ফেব্রিক, বেডশীট ও তোয়ালে নিয়ে কাজ করে যাচ্ছে এএসএন কনসার্নস।
চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে সঙ্গীত শিল্পী মারিয়া বলেন দেশেই এত উন্নত মানের ফেব্রিক, বেডশীট ও তোয়ালে পাওয়া যায়, যা আমার আগে জানা ছিল না। গৃহসজ্জা ও ব্যবহারের এত চমৎকার সব পণ্য যা দেখলে বিশ্বাস হতো না। দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রান্তে আমার যাওয়ার সুযোগ হয় আমি চেষ্টা করবো এএসএন কনসার্নস এর পন্যের গুনাগুণ ছড়িয়ে দিতে। এছাড়া তাদের যে কোন বিজ্ঞাপনের জিংগেলে কণ্ঠ দেয়া এবং তাদের আয়োজিত যে কোন অনুষ্ঠানে আমি প্রতিনিধিত্ব করবো। ধন্যবাদ এএসএন কনসার্নস পরিবারকে আমাক...