কাগজ চলচ্চিত্রের দূর্লভ মাটির পোস্টার ফিল্ম আর্কাইভে হস্তান্তর
পৃথিবীব্যাপী চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রের প্রচারের জন্য নানা ধরনের পোস্টার ফেস্টুন তৈরী করে। আজ পর্যন্ত কোনো দেশে মাটি দিয়ে পোস্টার তৈরী করার তথ্য এখনো জানা যায়নি। সম্ভবত বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আলী জুলফিকার জাহেদী একমাত্র মাটি দিয়ে পোস্টার তৈরী করে প্রথম রেকর্ড সৃষ্টি করে। ২০২২ সালে আলী জুলফিকার জাহেদী কাগজ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। নির্মাতা লেখকের দর্শন কীভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে তা নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেন। কাগজ চলচ্চিত্রটি ২০২২ সালে ২৩ ডিসেম্বর মুক্তি পায়। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করে ইমন, মাইমুনা মম, আইরিন সুলতানা, শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি, এলিনা শাম্মী। আজ ০৬ এপ্রিল পরিচালক আলী জুলফিকার জাহেদী কাগজ চলচ্চিত্রের মাটি দিয়ে তৈরী পোস্টার ও চলচ্চিত্রটির একটি ডিজিটাল কপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের জন্য দান ...