
গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট নিয়ে এসেছে স্যামসাং
সম্প্রতি স্যামসাং দেশের বাজারে নিয়ে এসেছে এর গ্যালাক্সি ট্যাব সিরিজের সর্বশেষ সংস্করণ - গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট। কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির ফলে স্মার্ট ডিভাইসের ব্যবহার সর্বত্র বেড়ে গেছে। কার্যকরী সব ফিচারসহ ক্রেতাদের সকল চাহিদা মেটাতে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট একটি উপযুক্ত ডিভাইস।
এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “বৈশ্বিক মহামারি চলাকালীন ট্যাবলেটের চাহিদা ক্রমশই বেড়ে চলেছে। আমাদের জীবনধারায় প্রতিনিয়ত পরিবর্তন আসার ফলে ক্রেতারা সুবিধাজনক, টেকসই এবং সহজে ব্যবহার উপযোগী প্রযুক্তি ব্যবহার করতে চান। সেক্ষেত্রে, দেশের ক্রেতাদের জন্য সহজে ব্যবহার উপযোগী একটি ডিভাইস আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দূরবর্তী স্থান থেকে কাজ করা, অনলাইন ক্লাস কিংবা ব্যক্তিগত বিনোদন ও কাছের মানুষের সাথে যোগাযোগ যেটাই হোক না কেন গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট ব্যবহারকারীদের সৃজনশী...