
চমক দিতেই তিনি ভালোবাসেন!
নামটা যখন চমক, তখন তার কাজেও চমক থাকাটাই তো স্বাভবিক! তাই সম্প্রতি নতুন একটি গানের ভিডিও দিয়ে দর্শকদেরকে রীতিমতো চমকে দিয়েছেন অভিনেত্রী ও মডেল চমকতারা। এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে চুম্মন দৃশ্য অংশ নিয়ে দর্শকদের চমকে দিয়েছেন হালের হট এই আইটেম গার্ল। বলা যায় চরিত্রের প্রয়োজনে খোলামেলা দৃশ্যে অনেকেই সাহসী এবং বেপরোয়া তিনি!
‘প্রিয় আমার’ শিরোনামে এই মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো চমকতারার জুটি হয়েছেন নবাগত মডেল ফাহিম। মিউজিক ভিডিওটি শুক্রবার মুক্তি পেয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এই মিউজিক ভিডিওটি যথারীতি পরিচালনা করেছেন প্রিন্স খান। গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নাজনীন নাজু।
নতুন এই মিউজিক ভিডিও প্রসঙ্গে চমক তারা জানান, কক্সবাজারের মনোরম লোকেশনে গানের শুটিং সম্পন্ন হয়েছে। গানটিতে বেশ রোমান্টিক মুডেই দর্শক আমায় দেখতে পাবেন।
এদিকে নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হবো বলে জানান ...