চ্যানেল নাইনে “মা”
সম্প্রতি শুটিং শেষ হলো সবুজ ছায়া নিবেদিত এবং গাজী আপেল মাহমুদ রচিত ও পরিচালিত একক নাটক “মা”। নাটকটি আগামী ১০ সেপ্টেম্বর, শনিবার রাত ৮ টায় চ্যানেল নাইনে সম্প্রচার করা হবে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শিশির আহমেদ, সঞ্চিতা দত্ত, হাসি মুন , আবকারিয়ান হিসান ফাবি ও শ্যামলী এবং গাজী আপেল মাহমুদ । নাটকটির নির্বাহী প্রযোজক বাশেদ সিমন।
নাটকটির গল্প সম্পর্কে পরিচালক গাজী আপেল মাহমুদ বলেন - মা নাটকটির গল্প মাকে কেন্দ্র করে রচিত হয়েছে, কেন্দ্রীয় চরিত্র সন্তান টুটুল চৌধুরী ও শিশির আহমেদ দুজন দুই মেরুর বাসিন্দা । এক সন্তান তার মায়ের জন্য নিজের জীবনের সর্বোচ্চ বিক্রয় করে তাকে খুশি করতে চান, অন্যদিকে অন্য মায়ের অন্য সন্তান তার বউয়ের কথা অনুযায়ী মাকে করে চরম অবহেলা। মা নাটকটির গল্প চরম মর্মস্পর্শতায় আবর্ত হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং তারা কাঁদতে বাধ্য ...