জাবিতে ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক (০১) বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি আহমেদ আশরাফ ও সাধারণ সম্পাদক তানজিলুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদ শোয়াইব চৌধুরীকে সভাপতি ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ৪৬ ব্যাচের জোবায়েদ আশিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন- আতিক হাসান, মোঃ আতিকুর রহমান, কাজী শহীদুল ইসলাম সজিব, নাজনীন সুলতানা পাটোয়ারী শ্রাবণী, আল আমিন, রাজু আহমেদ, শাহীনুর আলম পিয়ান এবং তাহমিনা তন্বী।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্তরা হলেন- নাজমুল হুদা শাকিল, ওমর ফারু...