
জাবির এনাল্যাটিকা ক্লাবের নেতৃত্বে নাছির-মাহবুব
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যবসায় বিশ্লেষণধর্মী একমাত্র দক্ষতা উন্নয়নমূলক সংগঠন এনাল্যাটিকা-জেইউ এর ২০২৩-২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ জুন) সদ্য বিদায়ী সভাপতি মির্জা জামিল হায়দার ও সাধারণ সম্পাদক মিরাজ ভূইয়া মুগ্ধ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এই নব্য কমিটিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো. নাছির উদ্দিন শিকদারকে সভাপতি ও একাউন্টটি এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাহবুব ইমাম ইফাজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
উক্ত কমিটির সহ-সভাপতি ম্যানাজমেন্ট বিভাগের দুর্জয় সরকার ও ইমতিয়াজ জাহান, সহ-সম্পাদক একাউন্টটি এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মুশফিকুর রহমান ও অর্থ সম্পাদক ম্যানাজমেন্ট বিভাগের মো. আশরাফুল আলম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মৃদুল পাল (হেড অব অপারেশন), তামান্না সুলতানা (হেড অব এডমিনিস্ট্রেশন), শাহ...