
জাবির হলে চুরির ঘটনার প্রতিবাদে প্রভোস্টের পদত্যাগ
জাবি প্রতিনিধি
আজ ১৩ মার্চ (সোমবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের মধ্যে চুরির ঘটনায় পদত্যাগ করেছেন হলটির প্রভোস্ট (আইবিএ-জেইড এর শিক্ষক) অধ্যাপক মোঃ মোতাহের হোসেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ১২ মার্চ সুফিয়া কামাল হলে এক অজ্ঞাত ব্যক্তি আবাসিক ছাত্রীদের জানালার বাইরে থেকে গালিগালাজ ও চুরির চেষ্টা করে অভিযোগ ছাত্রীরা এবং তা নিয়ে নিরাপদ হলের দাবিতে সন্ধায় বিক্ষোভ মিছিলও করে তারা।
এদিকে এ ঘটনার বিষয়ে অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ‘আমি ২০১৯ সালের ১৮ই ডিসেম্বর হলের পূর্ব পাশের সীমানা প্রাচীরের উচ্চতা বাড়ানোর জন্য রেজিস্ট্রার বরাবর আবেদন জানাই। একইসাথে ২০২১ সালের ১৬ই সেপ্টেম্বর প্রকৌশল অফিসে হ্যালোজিন বাল্ব লাগানোর আবেদন করি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হলের আবেদন বাস্তবায়ন করেনি। যার কারণেই চুরি ও নিরাপত্তাহীনতার ঘটনা বাড়ছে বলে ছাত্রীরা উল্লেখ কর...