
জাবিসাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বার্ষিক রিপোর্ট পেশ, নতুন সদস্য অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে বার্ষিক রিপোর্ট পেশ করেন সহ-সভাপতি তারেক আজিজ। এ সময় সাধারণ সদস্যদের সম্মতিতে তা অনুমোদন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২৬ জনকে জাবিসাসের সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়। এছাড়া ১১ জনকে জাবিসাসের সহযোগী সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়। সভায় জাবিসাসের সদস্যরা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনামূলক বক্তব্য রাখেন।
সভায় জাবিসাস'র সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, উপদেষ্টা অধ্যাপক শেখ তৌহিদুল ইসলামসহ জাব...