
জেডটিইর ‘সাশ্রয়ী’ স্মার্টফোন
বাংলাদেশে প্রযুক্তিগত অন্তর্ভূক্তি বাড়ানোর লক্ষ্যে ব্লেড সিরিজের ‘সাশ্রয়ী’ দুটি স্মার্টফোন নিয়ে আসলো আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন। ২৪ আগস্ট ফোনের স্থানীয় অংশীদার আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেডটিই বাংলাদেশের কর্মকর্তারা ফোন দুটির পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডটিই কর্পোরেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট লিউও। আরো উপস্থিত ছিলেন আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন, পরিচালক মারজানা বিনতে আশরাফ, ফারিজা বিনতে আশরাফ এবং সাফওয়ান আহমেদ আয়ান।
জেডটিই ব্লেড এল২১০ এবং ভি২০২০ মডেলের স্মার্টফোনগুলি যথাক্রমে ৫,৯৯০ এবং ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে । জেডটিই ব্লেড এল২১০ এ ১ জিবি RAM, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৬ ইঞ্চি ডিসপ্লেসহ পরিচালন ব্যবস্থা...