ডিজিটাল যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্ঠায় অনুষ্ঠিত হলো ডিজিটাল সামিট ২০২২
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে শনিবার, ১৭ই ডিসেম্ব্র, ঢাকার লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে ৯ম ডিজিটাল সামিট অনুষ্ঠিত হয়। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনায়, এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, অ্যাডজাস্ট এবং দ্য ডেইলি স্টারের সম্পৃক্ততায়, ডিজিটাল সামিটের এই বছরের থিম ছিলো ‘’উইনিং দ্যা ডিজিটাল এইজ’’।
৪টি কিনোট সেশন, ৪টি প্যানেল ডিসকাশন, ২টি ইনসাইট সেশন এবং ১টি কেস স্টাডির সমন্বয়ে এই বছরের ডিজিটাল সামিট পরিচালিত হয়।
দেশ-বিদেশের বিশেষজ্ঞ বক্তাদের অংশগ্রহণ এবং আলোচনা ও মতামত বিনিময়ের একটি অন্যতম উপলক্ষ হয়ে উঠে নবম ডিজিটাল সামিট।
সামিটটির স্বাগত বক্তব্যেই বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিরেক্টর এবং ক্রিয়েটিভ এডিটর, নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, “কোভিড পরবর্তী বাস্তবতা ডিজিটাল বিশ্বের প্রকৃত সম্ভাবনাকে আমাদের কাছে উন্মোচন করেছে। তাই এখনই উপযুক্ত সময় ডিজিটাল বিশ্বের সু...